জামাইদের গল্প
এক দিন আকবর আর বীরবল গেছেন শিকারে। সম্রাট একটি গাছ দেখিয়ে বলছেন, 'এটা এমন বেঁকাতেড়া কেন হে!'
বীরবল বললেন, 'জঙ্গলের সব গাছেরই জামাই তো! তাই বেঁকাতেড়া।'
_'এ কথা বললে কেন?'
বীরবল একটি প্রবাদ আওড়ালেন, 'কুকুরের লেজ আর জামাই, সর্বদাই বেঁকা হয়।'
_'অ্যাঁ? আমার জামাইও সে রকম?'
_'নিশ্চয়ই, সম্রাট!'
_'বটে! তবে তাকে ক্রুশ বিদ্ধ করো।'
কিছুদিন বাদে বীরবল তিনটি ক্রুশ করালেন। সোনার, রুপার আর লোহার। 
দেখে আকবর বললেন, 'তিনটি ক্রুশ করালে কেন?'
_'সম্রাট! একটি আপনার জন্য, একটি আমার, আরেকটি জাঁহাপনার জামাইয়ের জন্য।'
_'আমরা কেন বধ হতে যাব?'
_'আহা! আমরা প্রত্যেকেই তো কারো না কারো জামাই!'
আকবর হাসতে হাসতে বললেন, 'তাহলে আমার জামাইকে ক্রুশে চড়িও না।'

0 comments:

Post a Comment

 
Top