ছোট করো
একদিন আকবর স্বহস্তে সভার মেঝেতে একটা লাইন আঁকলেন। হুকুম দিলেন, 'এটাকে ছোট করো, তবে একটুও মোছা চলবে না।' সবাই হতভম্ব হয়ে রইলেন। বীরবলের পালা এল যখন, তক্ষুনি তিনি এই লাইনটার পাশ দিয়ে একটা লম্বা লাইন আঁকলেন। ওটা ছুঁলেন না। দরবারে সবাই বললেন, 'ঠিক হয়েছে। প্রথম লাইনটা তো আরো ছোট।
একদিন আকবর স্বহস্তে সভার মেঝেতে একটা লাইন আঁকলেন। হুকুম দিলেন, 'এটাকে ছোট করো, তবে একটুও মোছা চলবে না।' সবাই হতভম্ব হয়ে রইলেন। বীরবলের পালা এল যখন, তক্ষুনি তিনি এই লাইনটার পাশ দিয়ে একটা লম্বা লাইন আঁকলেন। ওটা ছুঁলেন না। দরবারে সবাই বললেন, 'ঠিক হয়েছে। প্রথম লাইনটা তো আরো ছোট।
0 comments:
Post a Comment