গোপাল বলে- সে কৃষ্ণচন্দ্রের সভায় যোগ দেওয়ার আগে সৈন্য দলে যোগ দিয়েছিল। গোপাল ও দুএকজন সৈন্য একদিন তালগাছতলায় বসে নিজেদের বীরত্বের বড়াই করছিল। তখন নবাবী আমল বলে যুদ্ধও মাঝে মাঝে করত হল নাইলে চলত না। প্রথম সৈন্য গোপালকে বললে, সেবার যুদ্ধে তুইকটা সৈন্যকে মারতে পেরেছিলি, না পারিসনি? গোপাল ঢোক গিলে বলল, জানিস তো আমী ভীষণ সাহসী ও বীর, লড়াই হতে হতে শত্রুরা যখন পালাচ্ছে তখন আমি সাহসের সঙ্গে অগ্রসর হয়ে তরোয়ালের আঘাতে পাঁচজন শত্রু সৈনের পা কেটে ফেলেছিলুম। দ্বিতীয় সৈন্যঃ আগে মাথা না কেটে পা কাটলি কেন? গোপালঃ মাথা থাকলে তো মাথা কাটব? মাথা না খুঁজে পেয়েই তো পা কেটে ফেলেছিলুম। তাদের মাথা যে আগেই কেউ কেটে ফেলেছিল। তাই মাথা না পেয়ে পা কেটে উড়িয়ে দিলাম, শত্রু খতম করতে না পারলে যে চাকরী থাকতো না বাছাধন। গোপাল বলে- সে কৃষ্ণচন্দ্রের সভায় যোগ দেওয়ার আগে সৈন্য দলে যোগ দিয়েছিল। গোপাল ও দুএকজন সৈন্য একদিন তালগাছতলায় বসে নিজেদের বীরত্বের বড়াই... Read more »
ফলের রাজা বাদশাহ আকবর একবার তাঁর দরবারে সভাসদবৃন্দদের ভোজ খাইয়ে ছিলেন৷ আকবর বীরবলকে খুব ভালবাসতেন৷ তিনি খুব যত্ন করে বীরবলকে খাওয়ান৷ যখন বীরবল অত্যাধিক খেয়ে বিরক্ত হয়ে গেলেন তখন তিনি আকবরকে বললেন আমার পেটে জায়্গা নেই৷ আমি আর খেতে পারব না৷ আমি আপনার এই আজ্ঞাটা পালন করতে পারব না৷ তখন একজন আম কেটে প্লেটের মধ্যে রাখল৷ প্লেটের মধ্যে আম দেখে বীরবলের খুব আম খাবার ইচ্ছা হল৷ বীরবল হাত বাড়িয়ে আমের প্লেট থেকে আম নিয়ে খেলেন৷ বীরবলকে আম খেতে দেখে বাদশাহ আকবর খুব রাগ করলেন৷ তিনি চিত্কার করে বীরবলকে ডাকলেন৷ তখন বীরবল হাত জোড় করে বাদশাহের কাছে গিয়ে বললেন রাস্তায় যখন খুব ভিড় থাকে তখন বেরোনোর জায়গা থাকে না৷ সেই পথ দিয়ে যদি মহারাজ আপনি যান তখন সবাই সরে গিয়ে আপনাকে যাবার জায়গা দেন৷ আপনি যে রকম আমাদের রাজা সেই রকম আমও হল ফলের রাজা৷ আপনাকে যে রকম আমরা রাস্তা ছেড়ে দিই৷ পেটও সেই রকম আমকে দেখে রাস্তা তৈরী করে দিয়েছে৷ তাই আমি আম খেতে পেরেছি৷ বীরবলের এই উত্তর শুনে আকবর মোহিত হয়ে যান৷ তিনি বীরবলকে আমের ঝুড়ি সমেত অনেক টাকা উপহার দেন৷ আমকে উপহার হিসাবে পেয়ে বীরবল অত্যন্ত আনন্দিত হন৷ বুদ্ধি হল পরম অস্ত্র৷ শুধু যুদ্ধ ক্ষেত্র নয় বুদ্ধি দ্বারা মানুষের মনও জয় করা যায়৷ ফলের রাজা বাদশাহ আকবর একবার তাঁর দরবারে সভাসদবৃন্দদের ভোজ খাইয়ে ছিলেন৷ আকবর বীরবলকে খুব ভালবাসতেন৷ তিনি খুব যত্ন করে বীরবলকে খাওয়া... Read more »
তামাক আর গাধাগোপালের তামাকপ্রীতি রাজা কৃষ্ণচন্দ্র মোটেই পছন্দ করতেন না। একদিন গোপালকে সঙ্গে নিয়ে পালকিতে কোথাও যাচ্ছেন, দেখেন তামাক ক্ষেতে এক গাধা চড়ে বেড়াচ্ছে। সেই গাধা ক্ষেতের আগাছা খাচ্ছে ঠিকই, কিন্তু তামাক পাতায় ভুলেও মুখ দিচ্ছে না।সুযোগ পেয়ে রাজা বলেন, ‘দেখেছো হে গোপাল, একটা গাধাও তামাক খায় না!’শুনে গোপাল বলে, ‘আজ্ঞে রাজা মশাই, তা যা বলেছেন। কেবল গাধারাই তামাক খায় না।’ তামাক আর গাধা গোপালের তামাকপ্রীতি রাজা কৃষ্ণচন্দ্র মোটেই পছন্দ করতেন না। একদিন গোপালকে সঙ্গে নিয়ে পালকিতে কোথাও যাচ্ছেন, দেখেন তামাক ক্... Read more »
কুকুর কার? মন্দিরে ঢুকতে যাবার সময় পেছন থেকে পন্ডিতের বাঁধা, ‘এ তুমি কী করছো গোপাল! মন্দিরে কুকুর নিয়ে ঢুকছো?’ ‘কোথায় কুকুর?’ অবাক হয়ে জিজ্ঞেস করে গোপাল। ‘এই তো তোমার পেছনে!’ একটি কুকুরের দিকে হাত তুলে দেখায় পন্ডিত। ‘এটি আমার কুকুর নয়!’ ‘তোমার নয় বললেই হলো?’ রাগ দেখিয়ে বলে পন্ডিত, ‘তোমার পেছন পেছনেই তো যাচ্ছে!’ ‘বটে? তা তুমিও তো আমার পেছন পেছন আসছো!’ কুকুর কার? মন্দিরে ঢুকতে যাবার সময় পেছন থেকে পন্ডিতের বাঁধা, ‘এ তুমি কী করছো গোপাল! মন্দিরে কুকুর নিয়ে ঢুকছো?’ ‘কোথায় কুকুর?’ অবাক হয়ে... Read more »